fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনা রক্ষা কবজ” নামে একটি পকেট বই প্রকাশ হল কোলাঘাটে

বাবলু ব্যানার্জি ,কোলাঘাট: বিশ্বজুড়ে নতুন যে ভাইরাস, মানবসমাজের অস্তিত্বের ভিত নাড়িয়ে দিয়েছে তা নোবেল করোনা। সারা বিশ্বজুড়ে বিপর্যয় নেমে এসেছে। পর্যালোচনা চলছে ,মানুষ আজ ভীত-সন্ত্রস্ত। পূর্ব মেদিনীপুর জেলার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অজানা ভাইরাসের হাত থেকে বাঁচতে ও সুরক্ষা বলয় গড়ে তুলতে ‘করোনার রক্ষাকবচ ‘নামে একটি পকেট বই প্রকাশ করল সম্প্রতি। খ্যাতনামা ডাক্তারদের পরামর্শ ও গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়েছে এই বইটিতে।

আরও পড়ুন: কন্যা সন্তান জন্ম দিয়ে একটি গ্রাম সবুজায়ন করার সংকল্প এক বাবার

এর সঙ্গে স্বাস্থ্যসুরক্ষা বিধির বিভিন্ন সরকারি নির্দেশ কি কি করতে নেই, কি কি করতে হবে, এই সময়ের সামাজিক দায়িত্ব রোগীর প্রতি কেমন আচরণ করতে হবে সহ আরো নানা বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে। বইটির সম্পাদনা করেছেন অসীম দাস। তিনি বলেন এলাকায় প্রায় ২ হাজার পরিবারকে বিনা ব্যয়ে বিতরণ করা হবে এই বইটি। উল্লেখ করা যায় বইটির মধ্যে কোন বাণিজ্য গত বিজ্ঞাপন গ্রহণ করা হয়নি।

Related Articles

Back to top button
Close