fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ভাঙড়ে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: করোনা আতঙ্কের মাঝে ভাঙড়ে এবার বিষধর সাপের আতঙ্ক। শনিবার সকালে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রাম থেকে উদ্ধার হয় বিষাধর চন্দ্রবোড়া সাপ।
কৃষমাটি পশ্চিম পাড়ায় ইব্রাহিম মোল্লার গোয়ালঘরে সাপটি কে প্রথমে দেখতে পান তিনি। সাপ দেখা মাত্রই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইব্রাহিম মোল্লা নিজেই সাপটিকে ধরে একটি প্লাস্টিকের জারে ভর্তি করে বন দপ্তরে খবর দেন। সাপ দেখতে এলাকায় সাধারণ মানুষ ভিড় জমে যায়। বনদপ্তরের কর্মীরা সাপটিকে নিয়ে যায়। মারাত্মক বিষাধর এই চন্দ্রবোড়া সাপ মূলত পাহাড়ি ও জঙ্গল এলাকায় থাকে।
ওই সাপটি কি করে ওই গ্রামে এল,তা চিন্তায় ফেলেছে সর্পবিশারদ থেকে বনকর্মীদের।এর পাশাপাশি ভাঙড়ের মতন লোকালয়ে এই ধরনের বিষাধর সাপ উদ্ধার হতেই আতঙ্কের ছাপ মানুষের চোখ মুখে।

Related Articles

Back to top button
Close