পশ্চিমবঙ্গহেডলাইন
মেমারিতে ভাটিখানায় অভিযান চালিয়ে চোলাই নষ্ট করল পুলিশ ও আবগারি দফতর
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: লকডাউনে মদের দোকান বন্ধ থাকার সুযোগে নিয়ে চোলাই কারবারীরা রমরমিরে কারবার চালাচ্ছিল। বৃহস্পতিবার গোপন সূত্রে সেই খবর পেয়ে আবগারি দফতর ও পুলিশ হানা দিল পূর্ব বর্ধমানের মেমারির মণ্ডল গ্রামে। সেখানে হানাদারিতে পুলিশ ও আবগারি দফতরের অফিসারদের চক্ষু চড়কগাছ হয়ে যায়।
সন্ধান মেলে চোলাইয়ের গোডাউনের। সেখান থেকে বড় বড় ব্যারেলে ভর্তি চোলাই আর চোলাই তৈরি উপকরণ উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়। এসডিপিও (দক্ষিণ) আমিনুল ইসলাম খান, সিআই ও মেমারি থানার ওসির নেতৃত্বে হওয়া চোলাই অভিযানে অংশ নিয়েছিলেন আফগারি দফতরের আধিকারিকরাও।
পুলিশকে দেখে চোলাই কারবারীরা গা ঢাকা দেওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। যদিও পুলিশ চোলাই ভাটিখানা থাকা উনুন সহ সব কিছু ভেঙে দিয়েছে।