পশ্চিমবঙ্গহেডলাইন
কনটেনমেন্ট জোনে লকডাউন অমান্য করায় গ্রেফতার ১০, কান ধরে ওঠবোস করালো পুলিশ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাট মহকুমার বসিরহাট ও টাকি পৌরসভা বসিরহাট এক নম্বর, দুই নম্বর ব্লকে মোট ১২ টা কনটেনমেন্ট জোন রয়েছে। ইতিমধ্যে বসিরহাট জেলা পুলিশ কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করেছে। আজ শুক্রবার মাটিয়া থানা এলাকায় টাকি রোড থেকে কনটেনমেন্ট জোনের আইন অমান্যকারীদের মুখে মাক্স না পরায় সবার সামনে রোডের উপরে কান ধরে ওঠবোস করাল পুলিশ।
আরও পড়ুন:আলিপুরদুয়ারে পিছিয়ে তৃণমূল সব আসনে এগিয়ে বিজেপি
অকারণে রাস্তায় বেরোনোর অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।পাশাপাশি মাইকিং প্রচার চলছে, সব মিলিয়ে আনলক ২ রাজ্য প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে তার নিদর্শন চিত্র উঠে আসল।
ইতিমধ্যে রাজ্যে করোনা সংখ্যা যেমন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে,তাই লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে।