স্বামীর অভিযোগে মদ ব্যবসায়ী স্ত্রী’কে গ্রেফতার করল পুলিশ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: স্ত্রী’র দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে হাড়োয়া থানায় দ্বারস্থ হলেন স্বামী। আর এই অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ।
বসিরহাট মহকুমা হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের ব্রাহ্মণপাড়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বছর ৫০-এর মিনতি বিশ্বাস, ওই মহিলা পাড়ার ভিতরে বেআইনিভাবে মদ বিক্রি করতেন। এবং তার জেরে পাড়ার লোক রীতিমতো ক্ষিপ্ত হয়ে থাকতো। যার কারণে পাড়ার মধ্যে গালিগালাজ থেকে শুরু করে মদ্যপদের আনাগোনা বেড়ে গিয়েছিল। নষ্ট হচ্ছিল পাড়ার পরিবেশ।
আরও পড়ুন:এবার বিজেপিতে কঙ্গনা!
ওনার স্বামী ৫৫ বছরের জগবন্ধু বিশ্বাস, এবং পাড়ার মানুষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বেআইনি মদ বিক্রির করার অভিযোগে ৪০ লিটার মদসহ গ্রেফতার হয়, মদ ব্যবসায়ী মিনতি বিশ্বাস। মদ বিক্রেতাকে স্ত্রীকে ধরিয়ে দিল তার জন্য এলাকাবাসী স্বামীর জগবন্ধু বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।