পশ্চিমবঙ্গহেডলাইন
বাজি পোড়ানো রুখতে গিয়ে হাওড়ায় আক্রান্ত পুলিশ

মনোজ চক্রবর্তী, হাওড়া: এবার বাজি পোড়ানো রুখতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। আদালতের নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বাজি ফাটানো। কোনো রাস্তায় নয়,কোনো ক্লাবে নয়,বাজি ফাটানো হচ্ছিল এক খোদ শহরের বুকে এক অভিজাত আবাসনে। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে সেই আবাসনে হানা দেয় পুলিশ। বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হল খোদ পুলিশকর্মীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসনের বাসিন্দাদের হাতে আক্রান্ত মোট সাতজন পুলিশ কর্মী। এদিন রাতে ঘটনাটি ঘটেছে বালি থানা এলাকায়। এই ঘটনায় পুলিশকে মারধরের অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে মামলা শুরু করা হবে। এর পাশাপাশি, বালি থানার পুলিশ সূত্রে খবর সি সি টি ভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। আক্রান্ত পুলিশ কর্মীরা ভর্তি বেলুড় হাসপাতাল।