করোনাকে জব্দ করতে সর্ষের তেল বিলি করছে পুলিশ

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: করোনাকে জব্দ করতে শিলিগুড়ি পুলিশের হাতে এখন সর্ষের তেল। সম্প্রতি শিলিগুড়ি পুলিশ কমিমনারেটের এক হাবিলদার করোনায় সংক্রমিত হওয়ায় শিলিগুড়ির পুলিশ আধিকারিকরাও এখন নাকে সর্ষের তেল দিচ্ছেন। এতেই না কি করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এই বিশ্বাস সাধারণ মানুষের মধ্যেও গড়ে তোলার জন্য বুধবার শহরে সর্ষের তেল বিলি করা হলো পুলিশের তরফে।
এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ রাস্তায় নেমে সাধারণ মানুষের মধ্যে সর্ষের তেল বিলি করলেন। ভক্তিনগর ট্রাফিক গার্ডের সামনে টেবিল পেতে পথচলতি মানুষকে মাস্ক, স্যানিটাইজার ও সর্ষের তেল দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং, এডিসিপি ট্রাফিক যশপ্রীত সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিন শহরজুড়ে সচেতনতা প্রচারের জন্য পুলিশের থেকো একটি শোভাযাত্রাও করা হয়। সেখানেও পথ চরতি মানুষের মধ্যে মাস্ক, সরষের তেল বিলি করা হয়। যাতে সকলে নাকে সর্ষের তেল দিয়ে করোনাকে প্রতিরোধ করতে পারে করোনা প্রতিরোধে সর্ষের তেলের কার্যকরি ভূমিকা নিয়ে পুলিশ কমিশনার সোশ্যাল মিডিয়ায় কিছু অভিজ্ঞতা জানিয়ে সর্ষের তেলের ব্যবহার বিধি জানিয়ে পোস্প করেছেন। তাতে নাকে সর্ষের তেল তেওয়ার পাশাপাশি, মুড়ি দিয়ে মেখে সর্ষের তেল খাওয়া, গরম জলে সর্ষের তেল দিয়ে গারগিল করা সবই উল্লেখ করা হয়েছে। তাদের বিশ্বাস সর্ষের তেলেই করোনাকে হারানো যাবে। সেটা এবার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মাস্ক, স্যানিটািজারের সঙ্গে সর্ষের তেলও বিলি শুরু করেছে শিলিগুড়ির পুলিশ।