আদিবাসী দিবসে পুলিশের পক্ষ থেকে বস্ত্রদান
শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: আদিবাসী দিবস উপলক্ষে হাড়োয়া পুলিশের পক্ষ থেকে বস্ত্রদান করা হল। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করলেন হাড়োয়া থানার পুলিশ। এলাকায় অসহায় দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলেন পুলিশ।
[আরও পড়ুন- লকডাউনের জেরে পাঁচ মাস ধরে বাংলাদেশে আটকে ছেলে, অসহায় অবস্থায় অসুস্থ বাবা-মা]
পাশাপাশি মাস্ক, ফুল-মিষ্টি এবং স্যানিটাইজার আদিবাসীদের হাতে তুলে দিলেন হাড়োয়া থানার পুলিশ। উপস্থিত ছিলেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পা মিত্র, পুলিশ আধিকারিক বিশ্বজিৎ সাঁপুই, এএসআই সর্বাশীষ কুণ্ডু, নিরুপমা মিস্ত্রি দাস সহ বিশিষ্টজনেরা। এইসব সামগ্রী পেয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খুশি। পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলেন যে, আমরা আজ খুব খুশি।