বাসন্তী হাইওয়েতে ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ, গ্রেফতার ৩ ডাকাত

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বাসন্তী হাইওয়েতে ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ. ঘটনায় গ্রেফতার হল ৩ ডাকাত। বসিরহাট মহাকুমার মিনাখা থানার রাস খোলা মাঠ এলাকার ঘটনা। তিন সশস্ত্র দুষ্কৃতী সমাজ বিরোধী কাজে লিপ্ত বলে পরিচিত এলাকায়। ওই দুষ্কৃতীরা ডাকাতি করার উদ্দেশ্য জড়ো হয়েছিল ওই মাঠ এলাকায়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসলে তিন জন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এরমধ্যে দুইজনের বাড়ি মিনাখা থানা এলাকায়, বাকি একজন শাসন থানা এলাকার।
[আরও পড়ুন- মেয়ের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ, প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুন]
এদের কাছে থেকে উদ্ধার হয়েছে গুলিভর্তি রিভলবার। এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সমাজ বিরোধী কাজ ডাকাতি, রাহাজানি, ছিনতাই, আতঙ্ক তৈরি করার অভিযোগ ছিল পুলিশের খাতায়। দীর্ঘদিন ধরে পুলিশ এদেরকে খুঁজছিল। ধৃত তিন দুষ্কৃতী আব্দুর রহিম মোল্লা, মোহাম্মদ সেলিম বক্স খান ও প্রসেনজিৎ ঘোষ।