ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অপরাধীদের ধরতে দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ পুলিশের

বাবলু প্রামানিক,দক্ষিণ ২৪ পরগনা: ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় অপরাধীদের ধরতে দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল পুলিশ। যে দুজনের স্কেচ প্রকাশ করা হয়েছে তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার চম্পাহাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ব্যাঙ্ক চম্পাহাটি বাজারের কাছে। ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৪ জনকে। এই ঘটনায় ব্যাঙ্কের বিভিন্ন কর্মীর সঙ্গে কথা বলে এবং নিরাপত্তারক্ষীর বয়ানের ভিত্তিতে এই দুই ব্যক্তির স্কেচ প্রকাশ করা হয়েছে। এই দুই সন্দেহভাজন ব্যক্তির ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন থানাতে। পাঠানো হয়েছে কলকাতা পুলিশ সহ রাজ্যের বিভিন্ন থানাকেও।
চম্পাহাটি ইউনিয়ন ব্যাঙ্কের শাখা থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ওই দিন দুপুরে ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা। তাদের মুখ মুখোশে ঢাকা ছিল। তাই পুলিশের আঁকা ছবিতে মুখোশ পরা এবং মুখোশ ছাড়া অবস্থায় ব্যক্তি দেখতে কেমন তা প্রকাশ করা হয়েছে। পুলিশের আশা এই স্কেচ দেখেই ডাকাতির কিনারা করা সম্ভব হবে।