লালবাজারে করোনা আক্রান্ত অন্যতম শীর্ষ পুলিশকর্তা যুগ্ম কমিশনার সদর
অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এবার করোনা সংক্রামিত হলেন লালবাজারের অন্যতম শীর্ষকর্তা যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে তাকে হোম আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লালবাজার সূত্রে খবর, গত তিন দিন আগে যুগ্ম কমিশনার পদ মর্যাদার ওই শীর্ষ আধিকারিকের জ্বর আসে। তিনি করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। এরপর করোনা টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেকেরই পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের প্রায় হাজারেরও বেশি পুলিশকর্মী করোনা সংক্রামিত হয়েছেন, সেরে উঠেছেন ৮৪৩ জন। সুস্থতার হার বাড়লেও প্রায় প্রতিটি থানাতেই আক্রান্ত হচ্ছেন পুলিশকর্মীরা। সে কারণে লালবাজারের তরফে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই লালবাজারে আইসোলেশন লকআপ চালু করা হয়েছে। প্রতিটি থানাতেই স্যানিটাইজ টানেল করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ। তা ছাড়া ব্যারাক নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
থানার ভেতরেও ব্যারাকে অনেক পুলিশকর্মী থাকেন। সংক্রমণে রুখতে সেখানেও কর্মীর সংখ্যা কমানোর কথা বলা হয়েছে।