পশ্চিমবঙ্গহেডলাইন
চ্যাংড়াবান্ধা চেকপোস্ট পরিদর্শন করতে এলেন পুলিশের আইজি দেবাশীষ বাড়াল

জয়দেব অধিকারী, মেখলিগঞ্জঃ চ্যাংড়াবান্ধা সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করতে এলেন পুলিশের আইজি(সীমান্ত) দেবাশীষ বাড়াল।সঙ্গে ছিলেন কোচবিহারের এডিশনালনাল এসপি ইন্দ্রজিৎ সরকার সহ একাধিক পুলিশ আধিকারিক।
গতকাল বুধবার চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ব্যবসার চালুর কয়েকঘন্টা পরেই বন্ধ হয়ে যায়।এর পরই বৃহস্পতিবার চ্যাংড়াবান্ধা সীমান্ত চেকপোস্ট পরিদর্শন করতে এলেন পুলিশের আইজি(সীমান্ত) দেবাশীষ বাড়াল।এদিন পুলিশ আধিকারিকরা স্থানীয় বিএসএফ আধিকারিক ও কাস্টমস আধিকারিক দের সঙ্গে বৈঠক করেন।যদিও এই বৈঠক নিয়ে এদিন আইজি(সীমান্ত) দেবাশীষ বাড়াল কিছু জানাননি।তবে সুত্র মারফত জানা যায় চ্যাংড়াবান্ধা সীমান্তের করোনা পরিস্থিতি ও চ্যাংড়াবান্ধা চেকপোস্ট খোলা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা নিয়েই আলোচনা হয়।