আগস্ট মাসের শেষ লকডাউনেও চলল পুলিশি ধরপাকড়, আটক ১০০

মিল্টন পাল,মালদা: আগস্ট মাসের লকডাউনের শেষ দিনে শুনশান মালদা জেলার রাস্তাঘাট। তবে সকালের দিকে মালদা থানার সাহাপুর এলাকায় বাজার খোলা রেখে দেদার চলল বাজার। এছাড়াও অন্যদিকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় লকডাউন অমান্যকারীদের কান ধরে ওঠবোস করাল পুলিশ। পাশাপাশি ইংরেজবাজার পুরাতন মালদাচাচল গাজোল রতুয়া সহ একাধিক এলাকায় লকডাউন অমান্য করার অভিযোগে গাড়ি ও প্রায় ১০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, আগস্ট মাসের শেষ দিন ও সপ্তাহের প্রথম দিন লকডাউনে মালদা জেলা জুড়ে শুনশান। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে লকডাউন মোকাবিলায় শহরের প্রবেশ পথে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয়।
লকডাউনের মধ্যে বাইরে বেরোনো মানুষজন ও যানবাহনের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দেখালে তবে শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অন্যথায় তাদেরকে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদিও মালদা থানা এলাকায় ভিন্ন চিত্র দেখা যায়। সেখানে সাহাপুর এলাকায় সকালবেলায় বাজার খোলা ছিল।কার্যত করোনা অবহে লকডাউনকে উপেক্ষা করেই সেই বাজারে ক্রেতা বিক্রেতাদের বাজার করতে দেখা গেল।
অন্যদিকে মালদা ফরাক্কার জিরো পয়েন্টের বৈষ্ণবনগর থানা এলাকায় ৩৪নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশের নাকা চেকিং চলে। সেখানেও অবৈধ ভাবে অযথা শহরে প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারে বেশ কিছু গাড়ি ও মানুষকে আটক করেছে পুলিশ। শহর ও জেলা জুড়ে পুলিশকে লকডাউন মোকাবিলায় লাঠি হাতে নামতে হয়।
অন্যদিকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় লকডাউন ভঙ্গ করার অভিযোগে বেশ কয়েকজনকে কান ধরে ওঠবোস করানো হয়। যারা লকডাউনকে উপেক্ষা করে বেআইনি ভাবে রাস্তায় চলাফেরা করছিল সেই সমস্ত চলাচলকারি মানুষকে পুলিশ আটকায় ও তাদেরকে লাঠিপেটা করা হয়। এমনকি যারা মাক্সহীন ভাবে অযথা ঘোরাঘুরি করছিল পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়।
এদিকে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা এলাকায় সেই ভাবে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়নি। অন্যান্য লকডাউনের দিনে দুই পৌরসভা এলাকায় পুলিশের তৎপরতা দেখা গিয়েছিল।আগস্ট মাসের শেষ দিন লকডাউনে সেই রকম কড়াকড়ি দেখা যায়নি পুলিশের পক্ষ থেকে এমনকি থানার পুলিশ দের পথে নামতে দেখা যায়নি। যদিও করোনা আবহে মানুষ সচেতন হয় শহরের রাস্তাঘাট শুনশান ছিল। শুধুমাত্র জরুরি পরিষেবা খোলা রাখা হয়েছিল। বেলা বাড়তেই শহরের পথঘাটে জনশূন্য হয়ে পড়ে। যদিও সাহাপুর এলাকায় যে বাজার খোলা ছিল পুলিশ খবর পেয়ে সেই বাজার তুলে দেয়।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৪৯৭৯জন। সুস্থ হয়েছে ৪৪০০জন। মৃত্যু হয়েছে ৩৯জনের। যদিও করোনা মোকাবিলায় তৎপর স্বাস্থ্য দফতর।
পুলিশ সুপার অলক রাজোরিয়া জানান, সকাল থেকেই লকডাউন মোকাবিলায় মালদা জেলায় পুলিশ তৎপরতা যথেষ্ট ছিল। বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল।লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন লকডাউন ভঙ্গ করার অভিযোগে ১০০ জনকে আটক করা হয়েছে জেলার বিভিন্ন থানা থেকে।