মাওবাদীদের আনাগোনা ও বহিরাগতদের প্রবেশ রুখতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের নজরদারি

সুদর্শন বেরা, ঝাড়গ্রাম: মাওবাদীদের আনাগোনা ও বহিরাগতদের প্রবেশ রুখতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার বিভিন্ন গ্রামে নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। ঝাড়খন্ড সীমান্তবর্তী বেলপাহাড়ী থানার কাকড়াঝোড়, লবনি, ডাকাই, আমঝর্ণা সহ বিভিন্ন গ্রামে গাছে ও বিদ্যুতের খুঁটিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বেশকিছু সিসিটিভি ক্যামেরা ওই এলাকা জুড়ে লাগানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। ঝাড়খন্ড সীমান্তবর্তী ওই গ্রামগুলিতে মাওবাদীদের আনাগোনা বেড়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ প্রশাসন তাদের আনাগোনা রুখতে এবং বহিরাগতরা যাতে ওই এলাকায় গিয়ে কোনও নাশকতা মূলক কাজকর্ম ঘটাতে না পারে, তার জন্য পুলিশের পক্ষ থেকে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে।
এর ফলে পুলিশের পক্ষ থেকে ভালোভাবে নজরদারি করা যাবে বলে জানা যায়। একসময়ের মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ও বাম আমলে অনাহার খ্যাত আমলাশোল বলে পরিচিত এলাকায় এখন মাওবাদীদের আনাগোনা রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। এখন করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে ঝাড়গ্রামে বেড়াতে আসা পর্যটকরা বেলপাহাড়ির ওই এলাকার মনোরম দৃশ্য দেখার জন্য যায়। তাই মাওবাদীরা যাতে কোনরকমের নাশকতার ঘটনা ঘটাতে না পারে তার জন্য নজরদারি চালাতে ওই সিসিটিভি ক্যামেরায় বেলপাহাড়ীর সীমান্তবর্তী এলাকায় গুলোকে মুড়ে ফেলা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়।