স্বাধীনতা দিবসে নিরাপত্তার ঘেরাটোপে রেড রোড, কলকাতা শহরজুড়ে চলেছে পুলিশি টহলদারি
নজরদারিতে প্রস্তুত ওয়াচ টাওয়ার, হাজারের বেশি পুলিশ মোতায়েন

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। চলছে পুলিশি টহলদারি। এবার আবহ কাটিয়ে আগের চেয়ে স্থীতিশীল তিলোত্তমা। নিরাপত্তার ঘেরাটোপে রেড রোড চত্বর। লালবাজার সূত্রে খবর, রেড রোডের বিভিন্ন জায়গায় মূলত চোদ্দটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। প্রতি বছরের মতো সেই ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারদের সাহায্য করবেন অ্যাসিসটেন্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা।
সোমবার ভোর থেকেই এক হাজার দুইশো পুলিশ কর্মী রেড রোডের নিরাপত্তায় মোতায়েন থাকবে। ওই পুলিশকর্মীদের নেতৃত্বে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসাররা। মোট ছয় জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নেতৃত্ব দেবেন। লালবাজারের তরফে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারদের ও থাকার কথা রেড রোডে চত্বরে। নজরদারির জন্য ছয়টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। তিনটি জায়গায় কলকাতা পুলিশের স্পেশ্যাল কমান্ড বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার। স্বাধীনতা দিবসের দিন থাকছে তিনটি ক্যুইক রেসপন্স টিমের গাড়ি, নয়টি টহলদারি ভ্যান। শনিবার থেকেই উনিশটি পুলিশ পিকেট ও শহরের বিভিন্ন জায়গায় তেইশটি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা তল্লাশি অভিযান চালিয়ে যাবে কলকাতা পুলিশ।
শহরের বিভিন্ন জায়গায় রবিবার রাত থেকেই নজরদারি করবে কলকাতা পুলিশ, শহরের বিভিন্ন বাজার, মেট্রো স্টেশন চত্বর, অফিস চত্বর, ধর্মস্থান সহ একাধিক জায়গায় নজরদারির আওতায় আনবে কলকাতা পুলিশ।