
যুগশঙ্খ, ওয়েব ডেস্ক: ডেঙ্গুতে মৃত্যু ফের কলকাতায়। মৃত পুলিশ কর্মীর নাম উৎপল নস্কর। ৫৪ বছর বয়স ছিল তাঁর। উৎপলবাবু কলকাতা পুলিশের এএসআই ছিলেন।
জ্বর নিয়ে বৃহস্পতিবার থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই পুলিশ কর্মীর দেহে রক্তে প্লেটলেটের সংখ্যা কমে গিয়েছিল বলে জানা গিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা নাগাদ কলকাতা পুলিশের ওই কর্মীর মৃত্যু হয়।
ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণস্বরূপ নিগম ইতিমধ্যে সমস্ত জেলাকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।
জেলাগুলিতে যাতে মশা নিধন এবং নিয়ন্ত্রণের কাজ ভালভাবে করা হয়, সেই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং জেলার ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে। ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম ডেঙ্গু নিয়ন্ত্রণে পুলিশ ও পুরসভাকে একযোগে কাজ করতে বলেছেন।