fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ভাটপাড়ায় নিখোঁজ জুটমিল শ্রমিকের মুণ্ডহীন মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অলোক কুমার ঘোষ, ব্যারাকপুর: এক জুটমিল শ্রমিকের হাত, পা, কাটা মুণ্ডহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত বেল্লে শংকরপুর এলাকায় । মৃত ওই যুবকের নাম জানা গেছে জামিল আখতার (২২) । ওই যুবকের বাড়ি ভাটপাড়ার ১ নং গলিতে বলে পুলিশ জানতে পেরেছে । মঙ্গলবার সকালে জামিল আখতারের নৃশংস মৃতদেহ উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ । দেহ টি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ।
  জানাগেছে, পেশায় জুটমিল শ্রমিক জামিল আখতার গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল, তারপর আর সে বাড়ি ফেরেনি । তার পরিবারের সদস্যরা এরপর ভাটপাড়া থানায় ওই যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে । নিখোঁজ হওয়ার পর থেকে ওই যুবকের মোবাইল ফোনও বন্ধ হয়ে যায় । নিখোঁজ হওয়ার ৪ দিন পর জামিল আখতারের নৃশংস মৃতদেহ তার বাড়ি থেকে অন্তত ৩ কিমি দূরে বেলে শংকরপুর এলাকার একটি ধানক্ষেতের মধ্যে থেকে মঙ্গলবার সকালে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ । ভাটপাড়া এলাকার বেলে শংকরপুর এলাকার চাষিরা মঙ্গলবার সকালে ওই ধানক্ষেতে চাষ করতে গিয়ে দেখে ধানক্ষেতের মধ্যে এক যুবকের পচাগলা হাড় বেরনো মুণ্ডহীন একটি দেহ কাদায় পড়ে আছে।
                               আরও পড়ুন: Breaking: কোয়ারেন্টিনে সাংসদ ও অভিনেতা দেব
এরপরে তারাই ভাটপাড়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । এদিকে মৃতদেহ উদ্ধারের পর পুলিশই জামিল আখাতারের পরিবারকে খবর দেয় আদৌ দেহটি তাদের পরিবারের সদস্যের কি না শনাক্ত করার জন্য। জামিল আখতারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্ত করে। তবে মৃতের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছিল । মৃতের ভাই মহম্মদ ইকবাল বলেন, “ভাই জুটমিলে কাজ করত । শুক্রবার সন্ধ্যা ৭টার পর সে নিখোঁজ হয়ে যায় । তারপর আর সে বাড়ি ফেরেনি । আমরা পুলিশে ওর নিখোঁজের অভিযোগ জানিয়েছিলাম । এখানে এসে দেখলাম, খুবই নৃশংস ভাবে ওকে খুন করা হয়েছে । যারা এর সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি চাইছি আমি ।”
জামিল আখতারের সঙ্গে কারুর কোন শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ । এদিকে ধানক্ষেতে নৃশংস মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্কিত বেলে শংকরপুর এলাকার বাসিন্দারা সকলেই এই ঘটনাকে খুন বলে মনে করছেন । তারা ভাটপাড়া থানার পুলিশের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন । ভাটপাড়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে । এই ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ ।

Related Articles

Back to top button
Close