১৯টি মোবাইল ফোন ও সাউন্ড সিস্টেম চুরির কিনারা করল পুলিশ

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: বড়সড় সাফল্য পেল বাদুড়িয়া থানার পুলিশ। মোবাইল ফোন, সাউন্ড সিস্টেম ও মোটর পাম্প চুরির কিনারা করল বাদুড়িয়া থানার পুলিশ। চলতি মাসের ৫ তারিখে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার চাতরা বাজার এলাকায় আশিস দাসের দোকান থেকে ১৯টি মোবাইল চুরি হয়। চুরির পর ওই দোকানের মালিক আশিষ বাবু বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ। তদন্তে নেমে সোমবার আলী হোসেন মন্ডল ও তারিকুল ইসলাম নামক দুই দুষ্কৃতীকে চাতরা বাজার থেকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯টি মোবাইল ফোন।
অন্যদিকে চাতরা হাইস্কুল থেকে তারা একটি সাউন্ড সিস্টেম ও মোটর পাম্প চুরি করেছিল। সেইগুলিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত হওয়া ১৯টি মোবাইল ফোন মঙ্গলবার বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিল সাউ-এর নেতৃত্বে গ্রাহকদের হাতে তুলে দেন।