পূর্বস্থলীর শ্মশানঘাট থেকে মৃতদেহ তুলে নিয়ে গেল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কালনা: করোনায় মৃত্যু হয়েছে এই সন্দেহে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শ্মশান ঘাট থেকে মৃতদেহ তুলে নিয়ে যায় পুলিশ।আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। শুক্রবার রাতে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় এলাকার এক বৃদ্ধার। কিন্তু এলাকাবাসীদের সন্দেহ ওই বৃদ্ধার করোনায় মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের লোকজন যখন মৃতদেহটি শ্মশানে নিয়ে আসেন সেই সময় এলাকার লোকজন পুলিশে খবর দেন যে বৃদ্ধার করোনায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এবং দাহকার্য সম্পন্ন হওয়ার আগেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য তুলে নিয়ে যায়। শুধুমাত্র সন্দেহের বশে পুলিশের এই ভূমিকায় হতবাক মৃতার পরিবার।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী ১নং নম্বর জাহান্নগর শ্মশানঘাট থেকে ওই মৃতদেহটি নিয়ে আসে নাদন ঘাট থানার পুলিশ।দাহ বন্ধ করে ময়না তদন্তের জন্য নাদন ঘাট থানায় নিয়ে যাওয়া হয়। বাড়ির লোকের বক্তব্য করুনা বিশ্বাসের (৭০) হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিন্তু তার কোন মেডিকেল রিপোর্ট না থাকায় এলাকাবাসীর সন্দেহ করোনা টেস্ট করে এবং ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে আর সঠিক তথ্য বেরিয়ে আসবে।