পশ্চিমবঙ্গহেডলাইন
গভীর রাতে রাস্তা থেকে কচ্ছপ উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: রাতে টহল দেওয়ার সময় রাস্তা থেকে কচ্ছপ উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ।সোমবার গভীর রাতে টহল দেওয়ার সময় ভাঙড়ের খন্নের পোল এলাকার রাস্তা থেকে প্রায় দুই কেজি ওজনের কচ্ছপ উদ্ধার করে কাশীপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, মূলত বড়সড় আকারের এই কচ্ছপটি গত রাতে খন্নের খাল থেকে রাস্তার পাশে উঠে আসে। সেই সময় পোলেরহাটের দিক দিয়ে কাশীপুর থানায় ফিরছিলেন এসআই বিপ্লব বাবুর পিসি টিম। গভীর রাতে পুলিশের গাড়ির আলোয় চকচক করতে থাকে প্রণীটি। টহলরত পুলিশ কর্মীরা তড়িঘড়ি গাড়ি থেকে নেমে কচ্ছপ টি নিয়ে কাশীপুর থানায় নিয়ে যায়।খবর দেন বন দপ্তরে।মঙ্গলবার মাতলা রেঞ্জ থেকে বন কর্মীরা এসে কচ্ছপ টি নিয়ে যায়।