বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার ৭

মিল্টন পাল, মালদা: রাতের অন্ধকারে জড়ো হওয়া সাত জনের এক ডাকাত দলকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মালদার আজিমপুর চন্ডিপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে,হাসুয়া, রড ,চাকু ,দড়ি,সহ ডাকাতির ষড়জাম। পুলিশ ৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাহুল শেখ,হাবিব খান, মিরাজ শেখ, দুলাল মন্ডল , দিলবার শেখ ,রাহুল শেখ,বিকি মণ্ডল,এদের মধ্যে দুলাল শেখ , রাহুল শেখের বাড়ি মালদা থানা এলাকায়। বাকি ৫জনের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়।শুক্রবার রাতে আজিমপুর চন্ডিপুর এলাকায় অভিযুক্ত সাত ডাকাত জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। তাতে পুলিশের হাতেনাতে ধরে ফেলে সাতজনকে। তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন ষড়ঞ্জাম উদ্ধার হয়।
আইসি মদন মোহন রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল ডাকাতির আগেই অভিযান চালিয়ে হাতেনাতে ধরে ফেলে। এদের প্রত্যেকের পুলিশের খাতায় নাম রয়েছে। তারা কাজিগ্রাম এলাকায় কোন একজনের বাড়িতে ডাকাতি করার জন্য এদিন ওই এলাকায় জড়ো হয়েছিল। শুক্রবার ৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা আদালতে তোলা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান ডাকাতির উদ্দ্যেশে তারা জড়ো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।