fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

নিমতায় বিজেপির মিছিল আটকাল পুলিশ

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: রবিবার নিমতার দুর্গানগর থেকে সাংসদ অর্জুন সিংয়ের মিছিল ছিল। সেই মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ তা আটকে দিল। এই মুহূর্তে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি সাংসদ অর্জুন সিং সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক।

আরও পড়ুন: মহরমের তাজিয়া নিয়ে বচসা, জগদ্দলে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে বেঘোরে প্রাণ গেল ছাত্রের

প্রসঙ্গত, গত সপ্তাহে দুর্গানগরেই বিজেপির ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি মারধরও করা হয় বিজেপি সমর্থকদের বলে জানা যায়। যার ফলে সেই কর্মসূচি বাতিল করতে হয়। এরই প্রতিবাদে এ দিন সকালে দুর্গানগর পোস্ট অফিস থেকে নিমতা থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেই মিছিল শুরুর আগেই পুলিশ তা আটকে দেয়। যা নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ‘খেলনার জন্য ভোকাল’….দেশীয় জিনিস তৈরির ওপর জোর প্রধানমন্ত্রীর

এই মুহূর্তে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছে বিজেপি। তাদের দাবি রাজ্যের শাসক দল আমাদের রাস্তায় মিছিল মিটিং করতে দিচ্ছে না এমনকি মিছিল-মিটিং হামলা করছে অবিলম্বে তা বন্ধ হোক।

Related Articles

Back to top button
Close