fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট পরিয়ে সচেতন করল পুলিশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসুচীর চতুর্থ বর্ষ পুর্তিতে শুক্রবার হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন করতে পথে নামল কুমারগ্রাম থানার ট্রফিক গার্ড ও কামাক্ষ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির কর্মীরা।

 

 

 

এদিন সকাল থেকে কামাক্ষ্যাগুড়ি বাজার চৌপথিতে পুলিশের এই সচেতনতা অভিযান শুরু হয়। হেলমেট বিহীন বাইক চালকদের ও বাইকে সওয়ার শিশুদের মাথায় হেলমেট পরিয়ে দেন ট্রাফিক গার্ডের ওসি সুনিল রায় এবং কামাক্ষ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস। সুনিল রায় জানান এদিন সকল বাইক চালকদের হেলমেট বিহীন অবস্থায় বাইক না চালাতে এবং ট্রাফিক আইন মেনে চলতে বলা হয়েছে।

Related Articles

Back to top button
Close