গেরুয়া-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান মুর্শিদাবাদে
কৌশিক অধিকারী, কান্দিঃ বছর পেরোলেই ২০২১ বিধানসভা নির্বাচন। তার আগে মুর্শিদাবাদে বিভিন্ন দল থেকে তৃণমূল যোগদান চলছে জোর কদমে। করোনা ভাইরাস মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় কংগ্রেস ও বিজেপি থেকে বহু রাজনৈতিক কর্মী শাসকদলে যোগদান করলেন শুক্রবার ।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভা অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ে বেশ কয়েকটি অঞ্চল থেকে দুই হাজার কর্মী মুর্শিদাবাদ জেলা সমন্বয়ক সৌমিক হোসেন ও অরিত মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জর্জ এবং যুব তৃণমূল সভাপতি মাহে আলম।
সৌমিক হোসেন জানান, মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূ্লে যোগদান চলছে। আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলাতে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না । ২২শে ২২টি আসন তৃণমূল দখল করবে বলে মন্তব্য করেন তিনি।