সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে বিজেপিতে যোগদান শাসকদলের কর্মীদের

শ্যামল কান্তি বিশ্বাস, শান্তিপুর: ফের বড়সড় দলবদল নদিয়ায়। নৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় পাশাপাশি সীমাহীন অত্যাচার ও স্বজনপোষনের প্রতিবাদে আজ শাসক তৃণমূল সহ সিপিএম এবং কংগ্ৰেস দল ছেড়ে অগনিত কর্মী সমর্থক বিজেপি তে যোগদান করেন। বুধবার শান্তিপুর গোধূলি লজে আয়োজিত বিজেপির এক কর্মীসভায় দলবদল সম্পন্ন হয়।
দলের প্রতি বিতশ্রদ্ধ হয়ে সর্বভারতীয় আদর্শবাদী রাজনৈতিক দলে যোগাযোগ বলে সকলে দাবি করেন। শাসক তৃণমূল সহ সিপিএম এবং কংগ্ৰেস দল ছেড়ে প্রায় সহস্রাধিক কর্মী সমর্থক আজকের এই সভা থেকে বিজেপিতে যোগদান করেন বলে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়। সাংসদ জগন্নাথ সরকার, নিজের হাতে সকলকে ভারতীয় জনতা পার্টি র পতাকা তুলে দেন। রাজ্যের দুর্নীতিতে জর্জরিত শাসক তৃণমূলের এগিয়ে বাংলা নয়,আমরা সোনার বাংলা গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছি। ২০২১ এর নির্বাচনের মধ্যদিয়ে বাংলায় তৃণমূলের অপশাসনের পরিসমাপ্তি ঘটিয়ে রাজ্যবাসী কে সোনার বাংলা উপহার দিতে চলেছি।এদিনের ভাষণে এমনটাই দাবি সাংসদের।