fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মলয় ঘটকের খাসতালুক থেকে বিজেপিতে যোগদান যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির 

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল:  রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা কেন্দ্রের শাসক দল তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের প্রাক্তন ব্লক সভাপতি দল ছাড়লেন।বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দল বদলের পালা বলতে গেলে সব জায়গায় শুরু হয়েছে৷ তার মধ্যে এবার ঢুকে পড়লো আসানসোল। রবিবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল ব্লকের প্রাক্তন সভাপতি পবন সাউ বিজেপিতে যোগ দান করলেন।

আসানসোলের কাল্লা মোড়ে ২ নং জাতীয় সড়ক লাগোয়া জেলা বিজেপি অফিসে এই যোগদান পর্ব হয়। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই ও যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায় দলের পতাকা পবন সাউয়ের হাতে তুলে দিয়ে তাকে দলে যোগ দান করান।
দল বদলে বিজেপিতে যোগদানের পরে, পবন সাউ বলেন, তৃণমূল কংগ্রেসে এখন আর ভাল লোকদের থাকার জায়গা নেই। দলে এখন কয়লা মাফিয়া ও পাচারকারীরা সব সুযোগ পাচ্ছেন।

যারা দলের আড়ালে অবৈধ ব্যবসা ও করেন তাদের নেতা বানিয়ে দেওয়া হচ্ছে। এলাকায় উন্নয়নের জন্য বিজেপিতে যোগ দিয়েছি।
এদিন একইসঙ্গে বিজেপির জেলা কার্যালয়ে সদ্য দলের যুব মোর্চার সভাপতির দায়িত্ব পাওয়া অরিজিৎ রায়কে জেলা বিজেপির তরফে সম্বর্ধনা দেওয়া হয় । অন্যান্যদের মধ্যে ছিলেন জেলার সহ সভাপতি প্রশান্ত চক্রবর্তী।

Related Articles

Back to top button
Close