
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিকের গ্রেফতারিতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কেন্দ্রের সমালোচনায় মুখর বিরোধীরা।
গতকালি ইডির হাতে গ্রেফতার হয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক। দক্ষিণ মুম্বইয়ে ইডি’র আঞ্চলিক দফতরে বুধবার ৭ ঘণ্টা জেরার নবাবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরেই সংবাদ মাধ্যমের উদ্দেশে তাকিয়ে নবাবের আস্ফালন, মাথা নত করব না। আমি কাউকে ভয় পাই না। লড়াই করব। জিতব। সকলের সামনের সত্য নিয়ে আসব’। নবাবের গ্রেফতারে তুঙ্গে রাজ্য-রাজনীতি। কেন্দ্রের সমালোচনায় সরব বিরোধীরা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, ‘যখন বিজেপি আতঙ্কিত হয়, তখন তারা এজেন্সিকে কাজে লাগায়। গ্রেফতার করে বিজেপি মানুষকে অপমান করে। মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অপব্যবহার’ করা হচ্ছে।
মহারাষ্ট্র এনসিপি প্রধান এবং রাজ্যের মন্ত্রী জয়ন্ত পাটিল বলেছেন, নবাব মালিককে কোনও নির্দিষ্ট তথ্য ছাড়াই জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে নিয়ে যাওয়া হয়। তিনি বিগত কিছুদিন ধরে বিজেপি নেতাদের স্বরূপ উন্মোচন করেছিলেন, সেজন্য এখন প্রতিশোধ নেওয়া হচ্ছে।
এনিসিপি নেত্রী সাংসদ সুপ্রিয়া সুলে নবাব মালিকের গ্রেফতারিকে মহারাষ্ট্রের অপমান বলে মন্তব্য করেছেন।