করোনা মোকাবিলায় বাংলাদেশ সহ ১২টি দেশে ভেন্টিলেটর পাঠালেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা নিয়ে আতঙ্কের মধ্যে কাটাচ্ছে বিশ্ববাসী। উন্নয়নশীল দেশগুলিও করোনা মোকাবিলায় সচেতনতা বাড়ালেও মারণ ভাইরাস তার নিজ দাপট বজায় রেখে চলেছে। এদিকে এই পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে এলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস । করোনা চিকিৎসায় বাংলাদেশ-সহ ১২টি দেশে ৩৫টি ভেন্টিলেটর পাঠালেন তিনি। শুক্রবার ভ্যাটিকানের পাপাল চ্যারিটিসের কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এই কথা সকলের সামনে তুলে ধরেন তিনি।
এর আগেও করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের সময় তিনি লকডাউন তুলে দেওয়ার বিপক্ষে সরব হয়েছিলেন। সেইসময় ক্ষোভ প্রকাশ করে তাকে বলতে শোনা গিয়েছিল মানুষ বাঁচলে আর্থিক অবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে। তাই এখনই লকডাউন শিথিল করা ঠিক নয়। তাই আগে দেশের মানুষকে বাঁচাতে হবে।
আরও পড়ুন:পরিযায়ীরা কাজ পেয়েছে উত্তরপ্রদেশে, বাকি রাজ্যগুলি সেই পথে কবে হাঁটবে…
মারণ ভাইরাসের সঙ্গে লড়াই চালানো দেশগুলির পাশে দাঁড়িয়ে দিলেন পোপ ফ্রান্সিস। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলিতে সাহায্য হিসেবে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন। মে মাসে জাম্বিয়ায় বিশপ কনফারেন্সে পোপ ফ্রান্সিস তিনটি ভেন্টিলেটর দান করেছিলেন।
আর এবার বাংলাদেশ সহ ১২টি দেশকে ভেন্টিলেটর পাঠিয়েছেন। তার মধ্যে হাইতি, ভেনেজুয়েলা ও ব্রাজিলে চারটি করে ভেন্টিলেটর দিয়েছেন। মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, বাংলাদেশ ও ডোমিনিকান রিপাবলিকেও ভেন্টিলেটর পাঠানো হয়েছে।