
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আন্দামানেও করোনা হানা, ইতিমধ্যেই এখানে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছুঁইছুঁই। এই দ্বীপে এখনও টিকে রয়েছে বিলুপ্তপ্রায় গ্রেট আন্দামানি উপজাতির ৫০ জন মানুষ। করোনা ভাইরাস থাবা বসালো তাদের ওপরেও। ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের প্রত্যন্ত এলাকায় বিপন্ন একটি আদিবাসী জনগোষ্ঠীর মাঝেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিপন্ন গ্রেটার আন্দামানিজ জনগোষ্ঠীর অন্তত ১০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ঘটনা বিপন্ন আদিবাসীদের সুরক্ষা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে বলে সেখানকার এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, আন্দামানের প্রত্যন্ত একটি দ্বীপে বসবাসকারী চার আন্দামানিজ গত সপ্তাহে করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়া এক মাস আগে আন্দামানের একটি নগরীতে বসবাসকারী অন্য ছয়জন গ্রেটার আন্দামানিজও করোনায় আক্রান্ত হয়েছেন।
চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসন থেকে জনজাতি বিশেষজ্ঞদের কপালে। কারণ গ্রেট আন্দামান আদিবাসীদের মোট জনসংখ্যাই এখন মাত্র ৫০জন। তাই এই ভাইরাসের সংক্রমণে ওই আদিবাসী সম্প্রদায় কীভাবে রক্ষা পাবে তা নিয়ে চিন্তিত তাঁরা। প্রশাসন সূত্রে খবর, করোনা-আক্রান্ত ১০জনের মধ্যে ছয়জন সুস্থ হয়ে গিয়েছেন এবং তাঁদের হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা চলছে।
আন্দামান দ্বীপপুঞ্জে বিপন্ন পাঁচটি আদিবাসী জনগোষ্ঠীর অল্প কিছু মানুষ এখনও টিকে আছেন। তাদের মধ্যে গ্রেটার আন্দামানিজও রয়েছে। আন্দামানের ৩৭টি দ্বীপের একটিতে বিপন্ন এই জনগোষ্ঠীর মাত্র ৫০ জন সদস্য বসবাস করেন বলে ধারণা করা হয়। আন্দামান এবং নিকোবরের ৪০ হাজার মানুষের মাঝে এখন পর্যন্ত ২ হাজার ২৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গত জুনের শুরুর দিকে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত এই ভাইরাসে সেখানে প্রাণহানি ঘটেছে ৩৭ জনের। রাজধানী পোর্ট ব্লেয়ারের কাছে স্ট্রেইট আইল্যান্ডে বিপন্ন জনগোষ্ঠী গ্রেটার আন্দামানিজদের বসবাস।
আরও পড়ুন: ফের ভূমিকম্পে কেঁপে উঠল অসম, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪
করোনা সংক্রমণের ফলে অন্যান্য উপজাতিদের নিয়েও চিন্তা দেখা দিয়েছে। এই মাসেই জারোয়া উপজাতির সঙ্গে কাজ করা পাঁচ স্বাস্থ্য আধিকারিকের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আন্দামান আদিম জনজাতি বিকাশ সমিতির হয়ে কাজ করেন এই পাঁচজন। জারোয়াদের এলাকায় মাছ ধরার অপরাধে গত সপ্তাহে আট মত্স্যজীবীকে গ্রেফতারও করা হয়েছে। এই মুহুর্তে ৫০০-র কাছাকাছি জারোয়া রয়েছেন সেখানে। প্রশাসন জানিয়েছে, এইসব উপজাতিদের রক্ষা করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজাতি উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন, গ্রেট আন্দামানিজ উপজাতির মধ্যে সংক্রমণ ছড়ানোর বিষয়ে পোর্ট ব্লেয়ার ট্রাইভ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। পোর্ট ব্লেয়ারের আন্দামান ক্রনিক্যালের এডিটর ডেনিস জাইলস জানিয়েছেন, গ্রেট আন্দামানিজ উপজাতির মানুষদের স্ট্রাইট দ্বীপে পাঠিয়ে দেওয়া উচিত। নইলে পোর্ট ব্লেয়ারের মধ্যে একটি নির্দিষ্ট এলাকায় তাঁদের সুরক্ষিত রাখা উচিত। জারোয়াদেরও ট্রাইবাল রিজার্ভের পশ্চিম দিকে পাঠিয়ে দেওয়া উচিত। কিন্তু এই বিষয়ে এখনও কোনও পলিসি তৈরি করা হয়নি। এর মধ্যেই খুশির খবর এখনও নিকোবর দ্বীপে সংক্রমণ ছড়ায়নি।