এগরায় রাতারাতি গায়েব শুভেন্দু অধিকারী পোস্টার ও ব্যানার, চাঞ্চল্য

মিলন পণ্ডা, এগরা (পূর্ব মেদিনীপুর): রাতারাতি গায়েব প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক পোস্টার। ছেঁড়া অবস্থায় রাস্তা উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শুভেন্দু অধিকারী পোস্টার ও ব্যানার। আর এ নিয়ে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী অনুগামীরা। শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় শহর ও শহর তলি বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যায়। একাংশ শুভেন্দু অধিকারী অনুগামীরা তৃণমূল নেতৃত্বকে দায়ী করেছেন। ঘটনার জানাজানি হওয়ার পরে গোটা মহকুমাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, গত কয়েকদিনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহর ও শহর তলির বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর পোষ্টার ও ব্যানার লাগিয়ে ছিল অনুগামীরা। শুক্রবার সকালে এগরায় শহর ও শহর তলিতে শুভেন্দু অধিকারী পোষ্টার ও ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দেয়। একাধিক ব্যানার উধাও হয়ে যায়। এনিয়ে ক্ষুব্ধ হয়ে পড়ে শুভেন্দু অধিকারী অনুগামীরা। একের পর এক ক্ষোপ উগড়ে দেন শুভেন্দু অধিকারী অনুগামী জয়ন্ত সাহু। তিনি অভিযোগ করে বলেন, এগরায় শহরের তৃণমূল সভাপতি উওম দাসের নেত্বয়ের এই রকম ঘটনার ঘটিয়েছে। আরও বলেন এই রকম করে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এগরার তৃণমূল নেতা উওম দাস। তিনি দাবি করে বলেন এই ঘটনা পুরোপুরি ভিওিহীন।