পশ্চিমবঙ্গহেডলাইন
পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি খোয়াড়ডাংগায়

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপনন দপ্তরের উদ্যোগে ও খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় রবিবার খোয়াড়ডাঙ্গা বাজারে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি করা হল। রবিবার খোয়াড়ডাঙ্গায় সাপ্তাহিক হাটের দিন থাকায় আলু কিনতে ভীড় জমান প্রচুরসংখ্যক মানুষ।
খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজ বসুমাতা জানান, বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পয়তাল্লিশ টাকায় । পঁচিশ টাকা কেজি দরে আলু কিনতে পেরে খুশী সাধারন মানুষ। তিনি আরও বলেন পঁচিশ টাকা কেজি দরে মাথা পিছু চার কেজি আলু কিনতে পারছেন ক্রেতারা। কৃষি বিপনন দপ্তরের সঙ্গে কথা বলে পরবর্তীতে আরও আলু বিক্রির উদ্যোগ নেওয়া হবে। বাজার দরের থেকে কম দামে আলু কিনতে পেরে ক্রেতাদের মুখে হাসি মনে আনন্দ। তারা জানান মাঝে মাঝে এভাবে আলু বিক্রির উদ্যোগ নিক প্রশাসন।