ব্যবসায়ী সমিতির উদ্যোগে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি

সুকুমার রঞ্জন সরকার,কুমারগ্রাম: প্রতি কেজি আলুর দাম খুচরো বাজারে পঁচিশ টাকার বেশী নেওয়া যাবেনা সরকারি ঘোষণা থাকা সত্বেও খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে ত্রিশ টাকা থেকে পয়ত্রিশ প্রতি কেজি দরে। আমজনতার প্রধান সবজী আলুর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। শুধু কুমারগ্রাম ব্লকের বাজার গুলোতেই নয় রাজ্যের সর্বত্র আলু নিয়ে নাজেহাল আমজনতা।
[আরও পড়ুন- নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে আগুন লাগালো উত্তেজিত জনতা]
শুক্রবার কুমারগ্রাম ব্লকের বারবিশা ব্যবসায়ী সমিতি ও আলু ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে বারবিশা বাজারে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি করা হল। ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা জানান রাজ্য সরকার সুফল বাংলা ষ্টলের মাধ্যমে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রির ব্যবস্থা করলেও বারবিশায় এই ষ্টল না থাকায় সাধারন মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত।
সাধারন মানুষ যাতে পঁচিশ টাকা কেজি দরে আলু কিনতে পারে সেজন্যই তারা এই উদ্যোগ নিয়েছেন। এলাকাবাসী তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।