fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বসিরহাটে সাত সকালে পোল্ট্রি ব্যবসায়ীকে খুন 

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সাত সকালে পোল্ট্রি ব্যবসায়ীকে খুন। বসিরহাট মহকুমার বসিরহাট থানার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর রোড- কলেজ পাড়ার ঘটনা। বছর ২৭ এর শুভঙ্কর দাস পোল্ট্রি ব্যবসায়ী। আজ শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ দোকান খুলে বসতেই ২ জন দুষ্কৃতী মোটরসাইকেলে করে আসে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পোল্ট্রি নেওয়ার নাম করে দোকানে ঢুকে শুভঙ্করের সঙ্গে বচসা শুরু হয়। তার পর পকেট থেকে রিভলবার বের করে গুলি করে দেয় বলে অভিযোগ। এর পিছনে পুরনো শত্রুতার জেরে খুন মনে করছে পুলিশ। কারণ শুভঙ্করের পুরনো রেকর্ড খারাপ আছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের টাকায় ত্রাণ বিলি

শুভঙ্কর এর বিরুদ্ধে এলাকায় অসামাজিক কাজ করার ঘটনা আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। সমাজ বিরোধী সঙ্গে মেলামেশা ছিল বলে স্থানীয় সূত্রে খবর। গুলি যে করেছে শুভঙ্করের খুব কাছের পরিচিত বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বসিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা থমথমে সাতসকালে খুন হওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে একটি গুলি।

Related Articles

Back to top button
Close