দাপট অব্যাহত…ভারতে একদিনে করোনায় সংক্রমিত প্রায় ৫১ হাজার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বেড়ে চলেছে তালিকা। ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের আতঙ্ক। দেশে একদিনে করোনায় সংক্রমিত প্রায় ৫১ হাজার। আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন বাড়বে সংক্রমণ। সেই আশঙ্কা সত্যি করে বাড়ছে করোনা তার দাপট জারি রেখেছে। গত তিন দিন ধরেই ৫০ হাজারের গণ্ডি ছুঁইছুঁই করছিল আক্রান্তের সংখ্যা।
পরিসংখ্যান বলছে রাত বারোটা পর্যন্ত নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৫২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৩৬ হাজার ৪৬ জনে। একই সময়ে নতুন করে আরও প্রাণ হারিয়েছেন ৭১৪ জন। এ নিয়ে মারণ ভাইরাসের বলি হলেন ৩২ হাজার ৭৭৭ জন। যে গতিতে সংক্রমণ এগোচ্ছে তা কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে ঘুম উড়েছে বিশেষজ্ঞদের। ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। দেশে সংক্রমণের শীর্ষেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় পশ্চিম ভারতের রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪৩১ জন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৭৫ হাজার ৭৯৯ জনে। রাজ্যে এ নিয়ে মারণ ভাইরাসের বলি হলেন ১৩ হাজার ৫৬৫ জন।
আরও পড়ুন:আলিবাবার জ্যাক মা-কে সমন জারি ভারতীয় কোর্টের, ২৯ জুলাই হাজিরা, জানুন কেন?
মহারাষ্ট্র লাগোয়া কর্নাটকেও সংক্রমণে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় আরও ৫ হাজার ১৯৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে টানা চারদিন রাজ্যে সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছাড়াল। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ১৪১ জনে। আরও ৮২ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত করোনার ছোবলে মারা গেলেন ১ হাজার ৮৭৮ জন।
অন্ধ্রপ্রদেশে আরও ৭ হাজার ৬২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাজ্যে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ২৯৮ জন। মারণ ভাইরাসের ছোবলে আরও ৫৬ জনের মৃত্যু হওয়ায় জগনমোহন রেড্ডির রাজ্যে মোট প্রাণ হারালেন ১ হাজার ৪১ জন। তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫৯৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৫৯ জনে। নতুন করে আরও আট করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন। রাজ্যে এ নিয়ে মারণ ভাইরাসের বলি হলেন ৪৬৩ জন।
তামিলনাডুতে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৯৮৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ১৩ হাজার ৭২৩ জনে। মৃত্যু মিছিলে আরও সামিল হয়েছেন ৮৫ জন। এ নিয়ে করোনার ছোবলে প্রাণ হারালেন ৩ হাজার ৪৯৪ জন।