সুন্দরবনে বিদ্যুৎ পরিষেবা দিতে নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছেন বিদ্যুৎ কর্মীরা

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: আমফানের পর থেকে এখনও ঠিক বিদ্যুৎ পরিষেবা। সুন্দরবনে বিদ্যুৎ পরিষেবা দিতে নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছেন বিদ্যুৎ কর্মীরা। হিঙ্গলগঞ্জ ব্লকে বিদ্যুৎ পরিষেবা দিতে রাত্র দিন পরিশ্রম করে চলেছেন বিদ্যুৎ কর্মীরা। আমফানে বিপদগ্রস্ত এলাকায় চাষের জমিতে নোনা জল ঢুকে পড়েছে, আবার গ্রামের মধ্যে মানুষের বসত বাড়িতে জল ঢুকে পড়ায় বিপন্ন গ্রামবাসীরা। ঝড়ের তাণ্ডবে এই সুন্দরবন এলাকায় বড় বড় গাছ বিদ্যুতের খুঁটির উপরে এসে পড়ে সেই কারণে গোটা সুন্দরবন এলাকায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ ২১ দিনের মাথায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রামে বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ পরিষেবা দিতে উঠে পড়ে লেগেছেন।
আরও পড়ুন: করোনার জের, এবার হজযাত্রা বাতিল করল বিহার হজ কমিটি
কখনো মাঠের মাঝখানে বিষাক্ত নোনা জলের মধ্যে নেমে কাজ করতে হচ্ছে। তা থেকে বোঝাই যাচ্ছে বিদ্যুৎ কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। জলের মধ্যে বিদ্যুতের খুঁটি নিয়ে দিনরাত পরিশ্রম। একদিকে নোনা জল ঢুকে যাবায় বিষধর সাপ, ক্ষতিকারক কীটপতঙ্গের উপদ্রব বেড়েছে, অন্যদিকে জলবায়ু রোগের প্রকোপ দিনে দিনে বাড়ছে। জীবনের ভয় উপেক্ষা করে এগিয়ে চলেছে বিদ্যুৎ কর্মীরা। লাগাতার পরিশ্রম করে যাচ্ছে সুন্দর বনের হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে। সব মিলিয়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে আমফান বিধ্বস্ত এলাকার মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে তারা দায়বদ্ধ।