২৭ সেপ্টেম্বর থেকে চালু হবে ‘প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন’, দেওয়া হবে পরিচয়পত্র

নিজস্ব প্রতিনিধি: দেশের স্বাস্থ্য ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র। ২৭ সেপ্টেম্বর দেশ জুড়ে ‘প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন’-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প দেশের স্বাস্থ্য কাঠামোতে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রযুক্তির মাধ্যমে একটি ছাদের তলায় আনা হবে। প্রত্যেককে দেওয়া হবে পরিচয়পত্র। তাতে স্টোর করা যাবে চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বিস্তারিত তথ্য। দেওয়া হবে টেলিমেডিসিনের মতো পরিষেবাও। সেখানে নির্দিষ্ট ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য নথিভুক্ত থাকবে। সেই কার্ড তৈরি করা যাবে আধার কার্ড, মোবাইল নম্বরের মতো তথ্য দিয়ে। চিকিৎসা করাতে আসা একজন রোগীর শরীরের নানা অসুবিধা ও আগেকার চিকিৎসা সংক্রান্ত তথ্য মজুত থাকবে এতে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রোগীর চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের।
আপাতত দেশের ছ’টি কেন্দ্রশাসিত অঞ্চল, যেমন আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে এই প্রকল্প পরীক্ষা মূলক ভাবে শুরু হয়েছে। আগামীদিনে দেশ জুড়ে এই পরিষেবা চালু করা হবে বলে মনে করা হচ্ছে।