করোনার ফেয়ারওয়েল! পার্টিতে মজলেন কয়েক হাজার মানুষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এর মাঝেও কয়েকটি দেশ রয়েছে, যারা করোনাকে জয় করতে পেরেছে। আর সেইসব দেশের মধ্যে রয়েছে চেক প্রজাতন্ত্র। সেই আনন্দে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে করোনা ফেয়ারওয়েল পার্টি হয়ে গেল। এই পার্টিতে কয়েকহাজার লোকজন নাচলেন, গাইলেন, আকন্ঠ মদ্যপান করলেন।
কিন্তু অবাক কাণ্ড এই যে, চেক প্রজাতন্ত্র সরকার কিন্তু নিজেদের দেশকে এখনও করোনা মুক্ত বলে ঘোষণা করেনি, কিন্তু সেই দেশের নাগরিকরা নিজেদের করোনা মুক্ত বলে দাবি করে এই পার্টিতে মজলেন।
জানা গিয়েছে যে, প্রাগ শহরের ভলটাভা নদীর উপর চার্লস ব্রিজে এই পারত্যর আসর বসেছিল। এই পার্টিকে করোনা ফেয়ারওয়েল পার্টি বলে উল্লেখ করেছেন সেই দেশের নাগরিকরা। ওই নাগরিকরা জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে প্রাগ শহরে জনজীবন বিপর্যস্ত ছিল। মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। এই পার্টি মূলত তাঁদের জন্যই। পার্টিতে উপস্থিত সকলে জানিয়েছেন যে, দীর্ঘদিন বাদে বাড়ির বাইরে বেরিয়ে এবং একে-অন্যের সঙ্গে হুল্লোড় করতে পেরে নতুন জীবনের স্বাদ পেয়েছেন তাঁরা।
উল্লেখ্য, প্রাগে করোনায় আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যু হয়নি। মোট ২,৩৬৩ জন সেখানে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে ১৫০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরাও দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে জানা যাচ্ছে। ফলে করোনার বিরুদ্ধে যুদ্ধ তারা প্রায় জেতার মুখে।