fbpx
ক্রিকেটখেলাহেডলাইন

‘ইসকি ঘণ্টি বাজাদে’ কঠিন মুহূর্তে উইকেটের পেছনে এই ডাক চাঙ্গা করতে বোলারদের: ওঝা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চাপের মুহূর্ত প্রতিপক্ষের পার্টনারশিপ ভাঙতে ধোনি কিন্তু কখনও এসেছিলে স্লেজিং করতেন না। স্ট্যাম্পের পেছন থেকে একটা আওয়াজ আসতো ‘ইসকি ঘণ্টি বাজাদে’‌ । আর তাতেই চাঙ্গা হয়ে উঠত বোলাররা। ধোনির অবসর গ্রহণের পর এই কথা জানিয়ে আবেগঘন টুইট করেছেন ভারতীয় দলে ধোনির প্রাক্তন সতীর্থ প্রজ্ঞান ওঝা।

প্রজ্ঞান ওঝা – মহেন্দ্র সিং টিম ইন্ডিয়ার একেবারে স্পেশাল অস্ত্র৷ অধিনায়কের ফেভারিট বোলারের তালিকায় জায়গা করে নেওয়া ওঝা উপমহাদেশের মাটিতে জাস্ট বিষাক্ত ছিলেন৷ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর জুটি দেশকে একাধিক সাফল্য এনে দিয়েছে৷ ২৪ টি টেস্টে ওঝার ঝোলায় ছিল ১১৩ টি উইকেট৷

অধিনায়ক হিসেবে দুনিয়া মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন কুল নামেই চেনে৷ কারণ মাঠে উপস্থিত থাকাকালীন সতীর্থদের ওপর ক্যাপ্টেন সুলভ হম্বিতম্বি করতে তাঁকে বড় একটা দেখা যেত না৷ কিন্তু কীভাবে তিনি বোলারদের মোটিভেট করতেন আর কীভাবে তাঁদের বিশ্বাসের ওপর আস্থা দেখাতেন তা জানিয়েছেন ওঝা৷

প্রসঙ্গত উল্লেখ্য ২০০০ সালের গোড়ায় ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে জিম্বাবুয়ে ওকে নিয়ে আসা করে একই সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ও প্রজ্ঞান ওঝা। ‌ সেই দলে ছিলেন বাংলা থেকে মনোজ তিওয়ারিও। তখনই ধ্বনির সঙ্গে প্রথম আলাপ ওঝার। মিতভাষী নম্বর ভদ্র আচরণ ছিলেন বলে ধোনির বর্ণনা করেছেন তার এই প্রাক্তন সতীর্থ।

Related Articles

Back to top button
Close