প্রধানমন্ত্রীর প্রশংসা করে ফের মমতাকে টুইটে বিঁধলেন রাজ্যপাল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টুইট আর পত্রযুদ্ধ অব্যাহত। বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও টুইট করে প্রধানমন্ত্রীর প্রশংসা, আর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
কৃষিজীবী, পরিযায়ী এবং হকারদের কষ্ট লাঘব করার জন্য @narendramodi যে পদক্ষেপ করেছেন তা প্রশংসনীয়।
পিএম-কিষানের উপভোক্তা কৃষিজীবীগণ কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 2 লক্ষ কোটি টাকার রেয়াতি ঋনের সহায়তা পাবেন।
হকাররা কার্যকরী মূলধনের জন্য শুরুতেই 10,000/- করে ঋণ পাবেন।(1/3)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2020
এদিন সকালে টুইটের তিনি লিখেছেন, ‘ কৃষিজীবী, পরিযায়ী ও হকারদের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তারা প্রশংসনীয়। পিএম কিষাণের উপভোক্তা কৃষিজীবিগণ কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার রেয়াতি ঋণের সহায়তা পাবেন।’
এর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বিঁধে রাজ্যপাল টুইটে লেখেন ‘ মুখ্যমন্ত্রীকে অনুরোধ স্বতঃপ্রণোদিতভাবে পিএম কিষাণ লাগু করুন যাতে রাজ্যের ৭০ লক্ষ কৃষিজীবি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য রেয়াতি আর্থিক সহায়তার লাভ পেতে পারেন।’
পিএম-কিষাণ লাগু না করার ফলে রাজ্যের 70 লক্ষ কৃষিজীবীদের ইতিমধ্যেই সাত হাজার কোটি টাকার লোকসান হয়েছে, যদিও সারা দেশ জুড়ে কৃষিজীবীরা এর সুফল উপভোগ করছেন।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2020
প্রসঙ্গত বৃহস্পতিবারই টুইট করে কেন্দ্রীয় প্যাকেজের প্রশংসা করে মুখ্যমন্ত্রীর অবস্থান দুঃখজনক বলেও মন্তব্য করেছিলেন। পশ্চিমবঙ্গের পক্ষেও ভালো নয়। রাতে চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে।
@MamataOfficial কে অনুরোধ স্বতঃপ্রণোদিতভাবে পিএম-কিষান লাগু করুন যাতে রাজ্যের 70 লক্ষ কৃষিজীবী কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য রেয়াতি আর্থিক সহায়তার লাভ পেতে পারেন।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 15, 2020
কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর বিজ্ঞপ্তি জারি হল কার নির্দেশে এবং কোন প্রক্রিয়ায় জানতে চেয়ে গত ৭ মে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। সেই উত্তর এখনও পাননি জানিয়ে মন্তব্য করেন, ‘ মুখ্যমন্ত্রীর আচরণ দুর্ভাগ্যজনক এবং সংবিধানের সত্তা ও ভাবের বিরোধী।’ রাজ্যের তথ্যাভিজ্ঞ মহল মনে করছে মূখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক এই টুইট আর পত্রযুদ্ধের পর আরও ঘোরালো হবে।