fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশ

প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াণে শোকাহত বর্ষীয়ান কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সংসদ প্রদীপ ভট্টাচার্য। সোমবার এক সাক্ষাৎকারে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলেন, ‘প্রণব মুখোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। সেই নক্ষত্রের আজ পতন হল। আমরা মর্মান্তিকভাবে আহত হলাম। দুঃখ পেলাম। মনের ভেতরে গভীর বেদনার হল। এমন একটি বুদ্ধিদীপ্ত মানুষ সত্যি ভারতবর্ষের রাজনীতিতে খুব কম দেখা গেছে।’

প্রদীপ বাবু বলেন, ‘ স্বাধীনতা লাভ করার পর থেকে ভারতের মাটিতে বহু মনীষী জন্ম হয়েছে। ভারতকে তাঁরা পথ দেখিয়েছেন। দিশা দেখিয়েছেন। কিন্তু প্রণব মুখোপাধ্যায় এই যুগের মানুষ হয়েও, বর্তমান প্রজন্মের মানুষের কাছে আকর্ষণীয় হয়েছিলেন। কিন্তু কেন? এই জন্য অগ্রগণ্য তার স্থিতধী চিন্তা ভাবনা। যার ফলে যেকোনো সমস্যার গভীরে ঢুকে সমাধান করতে পারতেন। একই সঙ্গে বাতলে দিতেন পথ।’

প্রদীপ বাবু আরো বলেন, ‘ আজ ভারতবর্ষের সমস্ত রাজনীতিবিদ কংগ্রেস হোক বা কংগ্রেসের বাইরে হোক, এমনকি বিজেপি রাজনীতিবিদ যারা আছেন তারাও এক বাক্যে স্বীকার করেন প্রণব মুখোপাধ্যায় অনন্য সাধারণ। ভারতের প্রধানমন্ত্রীকেও স্বয়ং বলতে শুনেছি প্রণব মুখোপাধ্যায় একজন চলন্ত কম্পিউটার। ওনার মতন স্মরণ শক্তি খুব কম মানুষের মধ্যে দেখা যায়। প্রণব মুখোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই, চরম দুর্ভোগের। কিন্তু যে রাজনৈতিক চিন্তা তিনি আমাদের উপর দিয়ে গেছেন তা আগামী প্রজন্মের তরুণদের পথ চলতে সাহায্য করবে। এটাই আমার বিশ্বাস।’

Related Articles

Back to top button
Close