fbpx
দেশহেডলাইন

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি : সেনা হাসপাতাল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানাল দিল্লির সেনা হাসপাতাল। তবে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।

এর পাশাপাশি তাঁর শারীরিক মাপকাঠিগুলি স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি মিলেছে বলে খবর। উল্লেখ্য, গতকাল হাসপাতালের তরফে জানানো হয়, প্রণববাবু সংকটমুক্ত নন। হঠাৎ তাঁর অবস্থার অবনতি হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে তাঁর ফুসফুস। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গভীর কোমায় আচ্ছন্ন হয়ে যান তিনি। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণও হয়। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেয় আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল। অপারেশনের পর এক সপ্তাহ কেটে গেলেও তিনি ভেন্টিলেশনেই আছেন। এবার তাঁর ফুসফুসেও ধরা পড়ে সংক্রমণ।

উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমায় বেঁধে আছে। পাশাপাশি তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক ছিল।

Related Articles

Back to top button
Close