fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

“গত বছর ভারতরত্ন ৮ আগস্ট, এই বছর ১০ আগস্ট বাবা গুরুতর অসুস্থ”, আবেগঘন পোস্ট প্রণবকন্যার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: “ভারতরত্ন পাওয়ার ১ বছরের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাবা”। এমনই আবেগঘন পোস্ট করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যাইয়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অতি সঙ্কটজনক। এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমতবস্থায় প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়  টুইট করে জানিয়েছেন যে, গত বছর ৮ অগাস্ট ছিল আমার জীবনের অন্যতম খুশির দিন। কারণ, আমার বাবা ওইদিন ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। ঠিক এক বছর পর, গত ১০ অগাস্ট বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এইসময় আমাকে যারা সমবেদনা জানিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

[আরও পড়ুন- ১৪ বছর আগের হারিয়ে যাওয়া মানিব্যাগ খুঁজে দিল রেল পুলিশ]

দিল্লির আরআর হাসপাতাল সূত্রের খবর, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় অস্ত্রোপচারের আগেই প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে হসপিটালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

 

Related Articles

Back to top button
Close