fbpx
কলকাতাদেশপশ্চিমবঙ্গহেডলাইন

উল্টোন স্মৃতির পাতায় প্রণব……… তিনি ছিলেন প্রকৃত অর্থে স্টেটসম্যান

অগ্নিমিত্রা পাল: দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় চলে গেলেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে এক বর্ণময় রাজনৈতিক যুগের অবসান হল। ভারতীয় রাজনীতি এবং সংসদীয় রীতির মধ্যে প্রণবদা কংগ্রেস দলের বহুল পরিচিত এক ব্যক্তিত্ব ও  ‘মুস্কিল আসান’অর্থাৎ ‘ট্রাবল শুটার’নামে পরিচিত ছিলেন। প্রণববাবু শুধুমাত্র একজন রাজনীতিক এবং কংগ্রেস নেতাই ছিলেন না, উনি ছিলেন একজন প্রকৃত অর্থে স্টেটসম্যান। স্বাধীনতার পর থেকে যে সকল রাজনীতিবিদ পশ্চিমবঙ্গ থেকে সর্বভারতীয স্তরে জনপ্রিয় হয়েছিলেন, তাঁদের মধ্যে প্রণবদা ছিলেন অন্যতম।

কেন্দ্রীয় সরকারের অনেকগুলি গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, যার মধ্যে পররাষ্ট্র, বাণিজ্য, প্রতিরক্ষা, অর্থ ইত্যাদি ছিল। ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানও। উনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ অর্থমন্ত্রী যা একটা বিশেষ মর্যাদা বহন করে। ওঁর এই হঠাৎ চলে যাওযায় আমরা শোকাহত। সেই স্থান পূর্ণ হওয়া খুব কঠিন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

Related Articles

Back to top button
Close