fbpx
কলকাতাহেডলাইন

ইন্দিরা গান্ধী ওনাকে কম্পিউটার মেমরি বলতেন: সুব্রত, চলন্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন প্রণব বাবু: অধীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ‘ইন্দিরা গান্ধী ওঁকে কম্পিউটার মেমরি বলতেন। ইন্দিরা গান্ধীর আশীর্বাদধন্য ছিলেন তিনি।’ প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে প্রতিক্রিয়া সুব্রত মুখোপাধ্যায়ের। একটানা ২২ দিনের লড়াই শেষ। সোমবারই প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সুব্রত মুখোপাধ্যায় আরও বলেন, ‘আমরাও তাই বলতাম। পরামর্শ দেওয়ার অগাধ ক্ষমতা ছিল তাঁর। ইন্দিরা গান্ধীর আশীর্বাদধন্য ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রশাসনিক দক্ষতা ছিল অপরিসীম।’প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। স্মৃতিচারণায় এদিন নানা কথা তুলে ধরেন সুব্রত মুখোপাধ্যায়।

অন্য দিকে কংগ্রেসের সংসদীয় নেতা অধীর চৌধুরি বলেন, ‘ভারতীয় রাজনীতির অপুরনিয় ক্ষতি হল। ভাবতে কষ্ট হচ্ছে প্রণব বাবু আর আমাদের মধ্যে নেই। কিন্তু মৃত্যুকে তো মেনে নিতেই হবে। দীর্ঘ সময় তার সঙ্গ লাভ করেছি। তার মৃত্যুতে একটা যুগের অবসান হল। তিনি জলজ্যান্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন। সব প্রশ্নের উত্তর তার কাছে পাওয়া যেত। তিনি একজন জ্ঞানী, পন্ডিত ও দূরদর্শী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের অনেক বড় ক্ষতি হল। তিনি একজন আদর্শ রাষ্ট্র নায়ক এর চরিত্র। দেশের স্বার্থে তার কাছে প্রধান ছিল। একজন অভিভাবককে হারালাম। তিনি যেখানেই থাকুক শান্তিতে থাকুক। এই প্রার্থনা করি।’

Related Articles

Back to top button
Close