
যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা : সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে পুরো বাংলাদেশে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
ঢাকার সচিবালয়সহ অন্যান্য অফিসগুলোতে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। প্রণব মুখার্জির জন্য এদিন সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন হয়। জাতীয় মন্দির ঢাকেশ্বরীসহ সারাদেশের মন্দিরে প্রর্থনার আয়োজন করা হয়।
এর আগে বুধবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।