শুভেন্দু ইস্যুতে পেছন থেকে কলকাঠি নাড়ছে প্রশান্ত কিশোর ও অভিষেক: জয়প্রকাশ মজুমদার
বার বার অপমানিত হচ্ছেন দলের বর্ষীয়ান নেতা সৌগত রায়…কৃষ্ণনগরে চা-পে চর্চায় বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : শুভেন্দু অধিকারী ইস্যুতে দলের বর্ষিয়ান নেতা সৌগত রায়কে শিখন্ডি হিসাবে ব্যবহার করছে তৃনমূল কংগ্রেস এবং এই ঘটনার নেপথ্যে রয়েছে প্রশান্ত কিশোর ও অভিষেক ব্যানার্জি। এই ধরনের অপমান সহ্য না করে সৌগত বাবুর উচিত দল থেকে বেরিয়ে আসা।আজ এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশবাবু বৃহস্পতিবার কৃষ্ণনগর ১ নং ব্লকে দলের এক চা-পে চর্চায় যোগ দিতে কৃষ্ণনগরে এসে দলের নেতা কর্মী সহ উপস্থিত জনতার উদ্দেশে এই মন্তব্য করেন।
জয়প্রকাশ বাবু আরো বলেন, তৃনমূলের নেতা নেত্রীরা এই ভাবে আগ বাড়িয়ে শুভেন্দু অধিকারীর হাতে থাপ্পড় না খেয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ায় দায়িত্ব শুভেন্দু র উপরেই ছেড়ে দিতে পারতেন। বর্তমানে পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছিয়েছে তাতে নিশ্চিত, শুভেন্দু নিজে আর আগ বাড়িয়ে রাজনৈতিক ভাবে আত্মঘাতী হবেন না।