
বিপাশা চক্রবর্ত্তী, কলকাতা: করোনা ও লকডাউনের আবহে মানুষের জীবন গতিহীন। ক্রমশই যেন অর্থহীন জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছি আমরা। সংক্রমণ থেকে বাঁচতে আজ কম বেশি সকলেই ঘরবন্দি, বা বলা যায় সকলের জীবন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আতঙ্ক যেন আর কিছুতেই পিছু ছাড়ছে না।
এই পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষের মুখে একটুকরো হাসি ফোটাতে মুম্বই খ্যাত বিশিষ্ট গায়ক শান মুখোপাধ্যায় লঞ্চ করলেন বাংলা গানের মিউজিক ভিডিও ‘চাই না’।শানের এই মিউজিক ভিডিও তার ফ্যান ফলোয়ারদের জন্য প্রাক পুজোর উপহার বলা যায়।
আরও পড়ুন:কথা কোয়োনাকো -গীতিকার অমিয় বাগচী
শুক্রবার এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই মিউজিক ভিডিও’র কথা সকলের সামনে তুলে ধরেন তিনি। অসাধারণ সুর, ছন্দের মধ্য দিয়ে গানকে উপস্থাপন করা হয়েছে। সুরকার ও গায়কের ভূমিকা পালন করেছেন শান নিজে। আর সমগ্র মিউজিক ভিডিওটির প্রযোজনায় রয়েছে মুম্বইয়ের সুপারি স্টুডিও। এই গানটির রচয়িতা রাজীব চক্রবর্তী। এছাড়া শানের গানের সঙ্গে নিজ অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছে অভিনেতা নীল ভট্টাচার্য, অভিনেত্রী ত্রিনা সাহা।
একদিকে দেখতে গেলে গানটির মধ্যে অনেক মজা লুকিয়ে থাকলেও অন্যদিকে শানের এই গান সমাজের বাস্তব চিত্র সামনে তুলে ধরেছে। ভিডিওতে দেখা যাবে দেখা , নীল ও ত্রিনা এই প্রজন্মের দুই তরুণ-তরুণী। খুব স্বাভাবিকভাবে নীলের ত্রিনাকে দেখে ভালোলাগা, হৃদয়ের আনচান শুরু হয়। নীল যতই ত্রিনার সঙ্গ পেতে চায়, অন্যদিকে ত্রিনা সোশ্যাল মিডিয়ায় আচ্ছন্ন। নীলকে পাত্তা দেওয়ার সময় তার কাছে নেই।
করোনা আবহের কথা মাথায় রেখে এই প্রথম পোর্ট্রেট মোডে ভিডিওটি পুরো তৈরি করা হয়েছে।
এদিন এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শান জানান, বর্তমান সময়ে সকলেই এক আতঙ্কে মধ্যে দিয়ে যাচ্ছে। একনাগাড়ে বাড়িতে থাকতে থাকতে জীবনও একঘেঁয়ে হয়ে চলেছে। ‘চাই না’এই মিউজিক ভিডিও’র গান সকলকে আনন্দ দেবে। তবে চিন বা চায়না দেশের সঙ্গে এই মিউজিক ভিডিওর নাম যেন কেউ গুলিয়ে না ফেলে। দুটির মধ্যে কিন্তু কোনও যোগসূত্র নেই।
পাশাপাশি অভিনেতা নীল ভট্টাচার্য জানান, প্রথম এই ধরনের কাজ করার সুযোগ তিনি পেয়েছেন। তাও আবার মুম্বইয়ের বিশিষ্ট বাঙালি গায়ক শানের সঙ্গে। সেটা অবশ্যই একটি বাড়তি পাওনা। বাড়িতে বসে ফোনের মাধ্যমে এই ধরনের একটা প্রোগ্রাম তৈরি করা, অবশ্যই একটা আলাদা অভিজ্ঞতা আমার জীবনে।
আরও পড়ুন:ফের রেকর্ড সংক্রমণ, দেশে একদিনেই করোনার কবলে প্রায় ৭৭ হাজার
অন্যদিকে এই মিউজিক ভিডিও লঞ্চ নিয়ে ভীষণ এক্সাইটেড বলে জানালেন অভিনেত্রী ত্রিনা সাহা। ত্রিনার কথায় সবাই এত সুন্দরভাবে এই মিউজক ভিডিওটিতে কাজ করেছেন দর্শকদের অবশ্যই ভালো লাগবে।