fbpx
দেশহেডলাইন

ইচ্ছাকৃতভাবে খুন নয়! বাজি ভর্তি নারকেল খেয়েছিল গর্ভবতী হাতিটি, স্পষ্ট জানাল পুলিশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কেরলে অন্তঃসত্ত্বা হাতির মৃত্যু গোটা দেশে আলোড়ন ফেলেছে। গোটা দেশবাসী এহেন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এবার এই বিষয়ে নয়া তথ্য সামনে এল। জানা গিয়েছে, আনারস নয়, বাজি ভর্তি নারকেল খেয়েছিল কেরলের অন্তঃসত্ত্বা হাতি। পলাক্কর জেলায় ফসলের খেতে বুনো শুয়োর তাড়াতে বাজি ভরতি ফল রেখে দেওয়া হয়।

 

 

ময়নাতদন্ত রিপোর্ট বলছে, মুখের ভিতর বাজি ফেটে চোয়াল জখম হওয়ায় হাতিটি দু’সপ্তাহ খেতে পারেনি। কিন্তু বাজি ভরতি ফল হাতিটিকে কেউ খাইয়ে দেয়, এরকম কোনও তথ্য পাওয়া যায়নি। নদীতে হাতিটি ডুবে থাকার সময় ফুসফুসে জল ঢুকে যায়। ফসলের খেতে বাজি ভরতি ফল রাখায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

বন দফতরের এক কর্তা মোহন কৃষ্ণনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আনারস বা অন্য কোনও ফল খাওয়ার পর যখন তা ফেটে যায় তখন মা হাতি নিজেকে নিয়ে চিন্তিত হয়নি। বরং, ১৮ থেকে ২০ মাস পরে যে সন্তানের সে জন্ম দিত, তার কথা ভেবেছিল। এরপরেই সোশাল মিডিয়া তোলপাড়। ২৭ মে ভেলিয়ার নদী থেকে হাতির দেহ উদ্ধার হয়।

Related Articles

Back to top button
Close