অন্তঃসত্ত্বা গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ, ধৃত স্বামী

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: অন্তঃসত্ত্বা গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কল্যাণগড় বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় গত ১৭ তারিখে পারিবারিক অশান্তির জেরে স্বামী দীপঙ্কর নন্দী, স্ত্রী স্বপ্না নন্দীকে অ্যাসিড খাইয়ে দিয়েছে। অভিযোগ করে স্বপ্নার মা রুপালি সুর।
আরও পড়ুন:গুগল নিয়ে এল ‘কর্ম জবস’ অ্যাপ… মিলবে পছন্দমতো চাকরির সন্ধান
আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় স্বপ্নার মঙ্গলবার বিকেলে। দীপঙ্কর নন্দী সহ পরিবারের মোট ৫ জনের বিরুদ্ধে অশোকনগর থানায় অন্তঃসত্ত্বা গৃহবধূর খুনের অভিযোগ দায়ের করেন মা রুপালি সুর। ঘটনার তদন্তে নেমে কল্যাণগড় এলাকা থেকেই দীপঙ্কর নন্দীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। তবে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।