পশ্চিমবঙ্গহেডলাইন
পথশ্রী অভিযানের অন্তর্গত রাস্তা নির্মাণ কাজের শুভ সুচনা করলেন সভাধিপতি

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: পথশ্রী অভিযান প্রকল্পে গৃহীত রাস্তার নির্মান কাজের শুভ সুচনা করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার।
আরও পড়ুন: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী শশীকলার ১৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
বুধবার কুমারগ্রাম ব্লকের লস্করপাড়া এলাকায় এই রাস্তা নির্মাণ কাজের শুভ সুচনা করে সভাধিপতি জানান রাস্তাটি রাজ্য পুর্ত দপ্তরের সড়ক থেকে শুরু হয়ে বি এস জি ওয়াই রাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ । এই রাস্তাটি নির্মিত হলে এলাকাবাসীর যাতায়াতের সমস্যা দুর হবে।